ভাগ্য বদলাতে ‘ধানের শীষে’ ভোট চাইলেন তারেক রহমান
গণতন্ত্রের সূচনা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোটের আবেদন জানান। তারেক রহমান বলেন, “১৯৭১ সালে একটি দল দেশের মানুষকে দাসত্বের মধ্যে ফেলেছিল, আর গত ১৬ বছরেও অন্য একটি দল একই কাজ করেছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নিরীহ নারী ও শিশুদের বাড়িতে গিয়ে ধর্মীয় অনুভূতির মাধ্যমে জনমত বিভ্রান্ত করছে। তিনি বলেন, “এটি মুনাফেকি নয়, এটি শিরক। তারা ৭১ সালে মানুষ হত্যা করেছে এবং এখন মানুষকে বিভ্রান্ত করে শিরকের অন্তর্ভুক্ত করছে।” তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভোটের আগে ধর্মের অনুভূতিতে আঘাত করে লোক ঠকাচ্ছে, তারা ক্ষমতায় এলে কীভাবে দেশ ঠকাবে, তা ভাবুন।” এর আগে, সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক বানানো হয়েছিল। তাই আমার বিশ্
গণতন্ত্রের সূচনা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোটের আবেদন জানান।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালে একটি দল দেশের মানুষকে দাসত্বের মধ্যে ফেলেছিল, আর গত ১৬ বছরেও অন্য একটি দল একই কাজ করেছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নিরীহ নারী ও শিশুদের বাড়িতে গিয়ে ধর্মীয় অনুভূতির মাধ্যমে জনমত বিভ্রান্ত করছে। তিনি বলেন, “এটি মুনাফেকি নয়, এটি শিরক। তারা ৭১ সালে মানুষ হত্যা করেছে এবং এখন মানুষকে বিভ্রান্ত করে শিরকের অন্তর্ভুক্ত করছে।”
তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভোটের আগে ধর্মের অনুভূতিতে আঘাত করে লোক ঠকাচ্ছে, তারা ক্ষমতায় এলে কীভাবে দেশ ঠকাবে, তা ভাবুন।”
এর আগে, সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক বানানো হয়েছিল। তাই আমার বিশ্বাস, বাংলাদেশ সবার আগে, নয় দিল্লি নয়, নয় পিন্ডি।”
তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করে অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষের ভোটাধিকার, রাজনৈতিক ও বাক স্বাধীনতা রক্ষা করতে চাই। গত ১৬ বছরে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচন ঘিরে জালিয়াতি হয়েছে, আমরা তা প্রত্যক্ষ করেছি।”
তিনি আরও বলেন, “যারা পালিয়ে গিয়েছে, যারা বাক স্বাধীনতা ও ভোটের অধিকার লুটেছে, তারা ইলিয়াস আলীর মতো মানুষ হত্যা করেছে। অনেকেই গুম ও খুনের মামলায় জর্জরিত হয়েছে।”
লাখ লাখ মানুষের উপস্থিতির মধ্যে তারেক রহমান স্মরণ করিয়ে দেন, “২০২৪ সালে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অনেক জীবন দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতা রক্ষা করা হয়েছে।”
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ সময় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
What's Your Reaction?