ভাঙ্গায় নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী আছিয়া বেগম (২০)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই গ্রামের আশরাফুল খাঁর কন্যা এবং ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল প্রায় তিন মাস আগে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে আছিয়াকে বাড়িতে রেখে তার মা ঝর্না বেগম ছোট ছেলেকে সঙ্গে নিয়ে স্কুলে যান। দুপুরে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকালে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হোফাজতে নিয়ে আসেন। ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের
ফরিদপুরের ভাঙ্গায় এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী আছিয়া বেগম (২০)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই গ্রামের আশরাফুল খাঁর কন্যা এবং ইতালি প্রবাসী আকাশ মাতুব্বরের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল প্রায় তিন মাস আগে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে আছিয়াকে বাড়িতে রেখে তার মা ঝর্না বেগম ছোট ছেলেকে সঙ্গে নিয়ে স্কুলে যান। দুপুরে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকালে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হোফাজতে নিয়ে আসেন।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?