ভাঙ্গায় সিজারের পর নবজাতকসহ তিন সন্তান রেখে মারা গেলেন প্রসূতি মা
ফরিদপুরের ভাঙ্গায় সিজারের পর সদ্যপ্রসূত সন্তানসহ তিন সন্তান রেখে চলে গেলেন এক প্রসূতি মা। হতদরিদ্র পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। অসহায় বাবা আরিফ শেখের অশ্রুসিক্ত চোখ সবাইকে ব্যথিত করছে। সদ্যোজাত সন্তানের জন্য পৃথিবী আজ অন্ধকার। পৃথিবীতে আসার পূর্বেই চলে গেছেন তার পরম ভরসাস্থল জনমদুঃখিনী মা।এমনই করুণ এক ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। সিজারিয়ান অপারেশনের পর ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের ভ্যানচালক আরিফ শেখের স্ত্রী শারমিন আক্তার।নিহতের স্বামী জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রসবজনিত জটিলতা নিয়ে শারমিন আক্তারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার সিজারিয়ান অপারেশন করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শারমিন আক্তার দুই মেয়ে ও এক নবজাতক ছেলে সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে আরিফার বয়স ৫ বছর, ছোট মেয়ে ফাতেমার বয়স ৩ বছর এবং নবজাতক ছেলেটির বয়স মাত্র দুই দিন।এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল দেব বলেন, "র
ফরিদপুরের ভাঙ্গায় সিজারের পর সদ্যপ্রসূত সন্তানসহ তিন সন্তান রেখে চলে গেলেন এক প্রসূতি মা। হতদরিদ্র পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। অসহায় বাবা আরিফ শেখের অশ্রুসিক্ত চোখ সবাইকে ব্যথিত করছে। সদ্যোজাত সন্তানের জন্য পৃথিবী আজ অন্ধকার। পৃথিবীতে আসার পূর্বেই চলে গেছেন তার পরম ভরসাস্থল জনমদুঃখিনী মা।
এমনই করুণ এক ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। সিজারিয়ান অপারেশনের পর ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের ভ্যানচালক আরিফ শেখের স্ত্রী শারমিন আক্তার।
নিহতের স্বামী জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রসবজনিত জটিলতা নিয়ে শারমিন আক্তারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার সিজারিয়ান অপারেশন করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শারমিন আক্তার দুই মেয়ে ও এক নবজাতক ছেলে সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে আরিফার বয়স ৫ বছর, ছোট মেয়ে ফাতেমার বয়স ৩ বছর এবং নবজাতক ছেলেটির বয়স মাত্র দুই দিন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল দেব বলেন, "রোগীটি আগে থেকেই মারাত্মক রক্তশূন্যতায় ভুগছিলেন বলে অপারেশনের আগে রোগীর স্বজনদের বিষয়টি জানানো হয়েছিল। অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণের পর সেখানে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোগীর মৃত্যু হয়।"
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, "ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছর ধরে নরমাল ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। এ সময়ে ৬৯৯টি নরমাল ডেলিভারি ও ৫৬টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে। আত্মীয়-স্বজনদের লিখিত সম্মতির পর সিজারিয়ান অপারেশন করা হয় এবং সুস্থ নবজাতকের জন্মের পর রোগীর অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর যেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।"
What's Your Reaction?