‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ৯

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে ভারত। এসব অভিযানে সংগঠনের অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন।  রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে। আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ৯

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ফিতনা আল খাওয়ারিজের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে ভারত। এসব অভিযানে সংগঠনের অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। 

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে।

আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল।

এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে সংঘর্ষও হয়।

এই অভিযানের কয়েক দিন আগেই পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠায়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সহায়তা ও আশ্রয় দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়।

এর আগে ১৯ ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা সদস্য শহীদ হওয়ার পর ইসলামাবাদে আফগান দূতাবাসের উপপ্রধানকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow