ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর এবার একই পথে হাঁটল মেক্সিকো। দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক অনুমোদন করেছে। ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্যচুক্তি নেই, তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। খবর এনডিটিভির।  ঘোষণা অনুযায়ী, নতুন শুল্কহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকোর সরকারি নথি অনুযায়ী, শুল্ক আরোপ করা হয়েছে— অটোপার্টস, লাইট কার, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার, কাচ, সাবান, সুগন্ধি ও কসমেটিকসসহ বহু পণ্যে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফক্সওয়াগন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকি বেশি ঝুঁকিতে। গাড়ির ওপর আমদানি

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর এবার একই পথে হাঁটল মেক্সিকো। দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক অনুমোদন করেছে। ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্যচুক্তি নেই, তারা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। খবর এনডিটিভির। 

ঘোষণা অনুযায়ী, নতুন শুল্কহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে।

মেক্সিকোর সরকারি নথি অনুযায়ী, শুল্ক আরোপ করা হয়েছে— অটোপার্টস, লাইট কার, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার, কাচ, সাবান, সুগন্ধি ও কসমেটিকসসহ বহু পণ্যে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফক্সওয়াগন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকি বেশি ঝুঁকিতে।

গাড়ির ওপর আমদানি শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৫০% করায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলোর একটি বড় ধাক্কা খাবে। এ নিয়ে ভারতের অটোমোবাইল শিল্প সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলেছে, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ভারতের গাড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলবে। আমরা চাই ভারত সরকার মেক্সিকোর সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসুক।

মেক্সিকো বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার। দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরই দেশটির অবস্থান। তাই এত বড় শুল্ক বৃদ্ধি ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে বিশ্লেষকদের মত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow