ভারতের ভিসা পেল না যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটার

ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি থাকতেই ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্রিকেটার। ভারতের ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র দলের পেসার আলী খান। পাকিস্তানে জন্ম নেওয়া এই ডানহাতি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, তার ভারতীয় ভিসা মঞ্জুর হয়নি। যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি খেলেছেন আলী খান। যদিও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি, তবে পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে তার দলে থাকার সম্ভাবনা প্রবল। ভিসা না পাওয়ার বিষয়টি সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ভারতের ভিসা নীতির কঠোরতা। আলী খানের ইনস্টাগ্রাম পোস্টের পর যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা জানান, একই সমস্যায় পড়েছেন আরও তিন ক্রিকেটার—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। তাদের সবারই পারিবারিক শিকড় পাকিস্তানে বলে জানা গেছে।

ভারতের ভিসা পেল না যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটার

ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি থাকতেই ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্রিকেটার। ভারতের ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র দলের পেসার আলী খান।

পাকিস্তানে জন্ম নেওয়া এই ডানহাতি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, তার ভারতীয় ভিসা মঞ্জুর হয়নি। যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি খেলেছেন আলী খান। যদিও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি, তবে পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে তার দলে থাকার সম্ভাবনা প্রবল।

ভিসা না পাওয়ার বিষয়টি সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ভারতের ভিসা নীতির কঠোরতা। আলী খানের ইনস্টাগ্রাম পোস্টের পর যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা জানান, একই সমস্যায় পড়েছেন আরও তিন ক্রিকেটার—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। তাদের সবারই পারিবারিক শিকড় পাকিস্তানে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুধু যুক্তরাষ্ট্র নয়—ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো সহযোগী দেশগুলোর দলে পাকিস্তানি বংশোদ্ভূত বা দ্বৈত নাগরিকত্বধারী ক্রিকেটার রয়েছেন। ভারতের মাটিতে খেলতে ভিসার জন্য আবেদন করতে গিয়ে এসব ক্রিকেটার নানাবিধ জটিলতার মুখে পড়ছেন।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দিকনির্দেশনা চেয়েছে। তবে এখন পর্যন্ত আইসিসি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা সমাধান আসেনি বলে জানা গেছে।

উল্লেখ্য, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নতুন নয়। আগের আসরগুলোতেও বিভিন্ন দেশের খেলোয়াড়দের এমন সমস্যার মুখে পড়তে হয়েছে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই অনিশ্চয়তা আবারও উদ্বেগ বাড়াচ্ছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow