ভারতে ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নারী কনস্টেবলের নাচ

রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করে নাচানাচি করছেন এক নারী কনস্টেবল। তার নাম প্রিয়াঙ্কা শেখাওয়াত। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে আছে একটি মিনিবাস। বাস থেকে নেমে এসে হিন্দি গানের তালে নাচানাচি করছেন যাত্রীরা। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল কমলা সোয়েটার এবং জিন্‌স প্যান্ট। নিজে নাচার পাশাপাশি বাকিদেরও উৎসাহিত করেন তিনি। তার এই নাচ ক্যামেরাবন্দি করেছেন তার সঙ্গে থাকা তরুণীরা। এরপর প্রিয়াঙ্কার বিরুদ্ধে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। পুলিশ কনস্টেবলের এ কাজকে ‘দায়িত্বজ্ঞানহীন’  আখ্যায়িত করেছেন তারা। তবে এখন পর্যন্ত রাজস্থান পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভারতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে, জরিমানা, লাইসেন্স বাতিল, এমনকি কারাদণ্ডও হতে পারে। এটা অপরাধের ধরনের ওপর নির্ভর করে।

ভারতে ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নারী কনস্টেবলের নাচ
রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করে নাচানাচি করছেন এক নারী কনস্টেবল। তার নাম প্রিয়াঙ্কা শেখাওয়াত। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে আছে একটি মিনিবাস। বাস থেকে নেমে এসে হিন্দি গানের তালে নাচানাচি করছেন যাত্রীরা। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল কমলা সোয়েটার এবং জিন্‌স প্যান্ট। নিজে নাচার পাশাপাশি বাকিদেরও উৎসাহিত করেন তিনি। তার এই নাচ ক্যামেরাবন্দি করেছেন তার সঙ্গে থাকা তরুণীরা। এরপর প্রিয়াঙ্কার বিরুদ্ধে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। পুলিশ কনস্টেবলের এ কাজকে ‘দায়িত্বজ্ঞানহীন’  আখ্যায়িত করেছেন তারা। তবে এখন পর্যন্ত রাজস্থান পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভারতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে, জরিমানা, লাইসেন্স বাতিল, এমনকি কারাদণ্ডও হতে পারে। এটা অপরাধের ধরনের ওপর নির্ভর করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow