ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতের মাটিতে তিনটি করে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের নারী দলের। কিন্তু ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশের এক গণমাধ্যম। বিসিবি ও বিসিসিআই সূত্রে জানা যায়, সিরিজ আয়োজনে দেশের সরকারি দপ্তরগুলোর সম্মতি প্রয়োজন। এখন পর্যন্ত ভারতের সরকার থেকে চূড়ান্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ আসেনি; ফলে সময়ের সংকট ও কনফার্মেশনের অনিশ্চয়তার কারণে সিরিজ আয়োজন নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। গত বছরই বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল ভারতীয় নারীরা; আর ২০২৩ সালে মিরপুরে দুই দেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সে মিলনকে মাথায় রেখে এবারের সফরও সূচিভুক্ত করা হয়েছিল; কিন্তু এবার অনুমোদন না থাকায় ভারতীয় বোর্ডের কাছে বিকল্প পরিকল্পনার অনুরোধ পাঠানোর কথা বিবিসিআইয়ের প্রতিনিধির কাছ থেকে জানা গেছে। বিসিসিআই এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি’—যেটাই মূল বাধা হিসেবে কাজ করছে

ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতের মাটিতে তিনটি করে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের নারী দলের। কিন্তু ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশের এক গণমাধ্যম।

বিসিবি ও বিসিসিআই সূত্রে জানা যায়, সিরিজ আয়োজনে দেশের সরকারি দপ্তরগুলোর সম্মতি প্রয়োজন। এখন পর্যন্ত ভারতের সরকার থেকে চূড়ান্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ আসেনি; ফলে সময়ের সংকট ও কনফার্মেশনের অনিশ্চয়তার কারণে সিরিজ আয়োজন নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

গত বছরই বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল ভারতীয় নারীরা; আর ২০২৩ সালে মিরপুরে দুই দেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সে মিলনকে মাথায় রেখে এবারের সফরও সূচিভুক্ত করা হয়েছিল; কিন্তু এবার অনুমোদন না থাকায় ভারতীয় বোর্ডের কাছে বিকল্প পরিকল্পনার অনুরোধ পাঠানোর কথা বিবিসিআইয়ের প্রতিনিধির কাছ থেকে জানা গেছে।

বিসিসিআই এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি’—যেটাই মূল বাধা হিসেবে কাজ করছে। সূত্র বলছে, অনুমোদন না এলে ভারত অন্য কোনো দলের বিপক্ষে বিকল্প সিরিজ আয়োজন করার পরিকল্পনা বিবেচনা করছে যাতে নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যালেন্ডার ব্যাহত না হয়।

বিসিবি-সূত্র জানিয়েছে, দুই দেশের বোর্ডের মধ্যে যোগাযোগ চলছে; তৎপরতার চেষ্টা করছে যে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা মিটিয়ে সিরিজটি নির্ধারিত সময়মতো আয়োজন করা যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow