ভারত ম্যাচে জয়ের পর যে কারণে শাস্তির মুখে পড়ল বাফুফে
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের ওই ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে এক মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় এএফসির কম্পিটিশন ম্যানুয়েল ভঙ্গের অভিযোগ ওঠে।
এ ঘটনায় এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ এক মাসের ভেতরে এই অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলম্বে মাঠে নামার কারণে বাফুফের শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধরনের ঘটনায় দেড় হাজার ডলার জরিমানার মুখে পড়েছিল সংস্থাটি। হংকং ম্যাচে এমন পরিস্থিতি এড়ানো গেলেও ভারতের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে।
এএফসি তাদের শাস্তি সংক্রান্ত নথিতে উল্লেখ করেছে, একই ধর
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের ওই ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে এক মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় এএফসির কম্পিটিশন ম্যানুয়েল ভঙ্গের অভিযোগ ওঠে।
এ ঘটনায় এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ এক মাসের ভেতরে এই অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলম্বে মাঠে নামার কারণে বাফুফের শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধরনের ঘটনায় দেড় হাজার ডলার জরিমানার মুখে পড়েছিল সংস্থাটি। হংকং ম্যাচে এমন পরিস্থিতি এড়ানো গেলেও ভারতের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে।
এএফসি তাদের শাস্তি সংক্রান্ত নথিতে উল্লেখ করেছে, একই ধরনের অপরাধ পুনরায় ঘটায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাঠের পারফরম্যান্সে প্রশংসা পেলেও শৃঙ্খলাজনিত কারণে বারবার আর্থিক জরিমানায় পড়া নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে বাফুফের পেশাদার ব্যবস্থাপনা নিয়েও।