ভারত সফরে অবিশ্বাস্য আয় মেসির, জানা গেল কত পেলেন

বেশ কিছুদিন আগে ভারত সফর করেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এরপর দিল্লি-ভারতের বিভিন্ন শহরে ব্যস্ত সময় পার করেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও ডি পলের মতো তারকারা। বাণিজ্যিক উদ্দেশ্যে ইন্টার মায়ামির তারকা এই সফর করেন। ভারত সফর থেকে মেসি বড় অঙ্কের অর্থ আয় করেছেন, যা শুনলে যে কেউই চমকে উঠবেন।  ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, ভারত সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। আর ভারতের সরকার কর হিসেবে পেয়েছে ১১ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)।  এত অর্থের জোগান কিভাবে পেয়েছেন সেই প্রশ্নে শতদ্রুর দাবি, ৩০ শতাংশ টাকা পেয়েছেন স্পনসরদের কাছ থেকে আর ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে। এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পেয়েছেন। এই টাকার উৎস হিসেবে শতদ্রুর দাবি, কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসর থেকে এই অর্থ পেয়েছেন তিনি।  উল্লেখ্য, নানা বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ভারত সফর। শেষ

ভারত সফরে অবিশ্বাস্য আয় মেসির, জানা গেল কত পেলেন

বেশ কিছুদিন আগে ভারত সফর করেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এরপর দিল্লি-ভারতের বিভিন্ন শহরে ব্যস্ত সময় পার করেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও ডি পলের মতো তারকারা। বাণিজ্যিক উদ্দেশ্যে ইন্টার মায়ামির তারকা এই সফর করেন। ভারত সফর থেকে মেসি বড় অঙ্কের অর্থ আয় করেছেন, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। 

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, ভারত সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। আর ভারতের সরকার কর হিসেবে পেয়েছে ১১ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)। 

এত অর্থের জোগান কিভাবে পেয়েছেন সেই প্রশ্নে শতদ্রুর দাবি, ৩০ শতাংশ টাকা পেয়েছেন স্পনসরদের কাছ থেকে আর ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে। এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পেয়েছেন। এই টাকার উৎস হিসেবে শতদ্রুর দাবি, কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসর থেকে এই অর্থ পেয়েছেন তিনি। 

উল্লেখ্য, নানা বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ভারত সফর। শেষদিকে বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গণ্ডগোল দিয়ে। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাট চালান সমর্থকরা। যদিও এই ঘটনার জন্য মেসিকেই দায়ী করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কার দাবি করেন, মেসি নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, মেসির যতক্ষণ মাঠে থাকার কথা ছিল ততক্ষণ তিনি থাকেননি। আর এ কারণেই স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাটের জন্য মেসিকে দায়ী করেন গাভাস্কার।

এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কলকাতা স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় সবাইকে দোষারোপ করা হলেও তাকে করা হচ্ছে না যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যারা অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow