ভিন্নরূপে শহিদ কাপুর
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শক হৃদয়ে তার গ্রহণযোগ্যতা বেশ প্রশংসনীয়। ‘কাবীর সিং’ ও ‘দেবা’ সিনেমার পর এবার ফের বড় পর্দায় ‘ও রোমিও’ সিনেমা দিয়ে ভক্তদের চমক দিতে আসছেন শহিদ কাপুর। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার, যা দেখে বেশ উচ্ছ্বাসিত সিনে-ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে আবার জুটিবেঁধে কাজ করছেন শহিদ কাপুর। তারই ফল স্বরূপ আসন্ন অ্যাকশন থ্রিলারে বি-টাউনের এই সুদর্শন অভিনেতাকে এবার দেখা যাবে এক রুক্ষ লুকে।
সম্প্রতি প্রকাশিত সেই পোস্টারে শহিদকে দেখা যায়, একেবারে বিদ্রোহী ভঙ্গিতে। দেখে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে নামতে তিনি পুরোপুরি প্রস্তুত।
পোস্টারে শহিদ তার সুঠাম, পেশিবহুল শরীর ও ভয়ংকর মুখভঙ্গি প্রদর্শন করেছেন, যা প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট।
তবে কাবীর সিং খ্যাত এই অভিনেতার শরীরজুড়ে ফুল-বডি ট্যাটুও চোখে পড়ে। সিনে-বিশ্লেষকরা বলছেন, কোনো সিনেমার জন্য এই প্রথম এমন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে গেছেন শহিদ। শরীর গঠনে তিনি ব্যাপক পরিশ্রম করেছেন, যার ছাপ স্পষ্
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শক হৃদয়ে তার গ্রহণযোগ্যতা বেশ প্রশংসনীয়। ‘কাবীর সিং’ ও ‘দেবা’ সিনেমার পর এবার ফের বড় পর্দায় ‘ও রোমিও’ সিনেমা দিয়ে ভক্তদের চমক দিতে আসছেন শহিদ কাপুর। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার, যা দেখে বেশ উচ্ছ্বাসিত সিনে-ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে আবার জুটিবেঁধে কাজ করছেন শহিদ কাপুর। তারই ফল স্বরূপ আসন্ন অ্যাকশন থ্রিলারে বি-টাউনের এই সুদর্শন অভিনেতাকে এবার দেখা যাবে এক রুক্ষ লুকে।
সম্প্রতি প্রকাশিত সেই পোস্টারে শহিদকে দেখা যায়, একেবারে বিদ্রোহী ভঙ্গিতে। দেখে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে নামতে তিনি পুরোপুরি প্রস্তুত।
পোস্টারে শহিদ তার সুঠাম, পেশিবহুল শরীর ও ভয়ংকর মুখভঙ্গি প্রদর্শন করেছেন, যা প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট।
তবে কাবীর সিং খ্যাত এই অভিনেতার শরীরজুড়ে ফুল-বডি ট্যাটুও চোখে পড়ে। সিনে-বিশ্লেষকরা বলছেন, কোনো সিনেমার জন্য এই প্রথম এমন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে গেছেন শহিদ। শরীর গঠনে তিনি ব্যাপক পরিশ্রম করেছেন, যার ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে পোস্টারে।
বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত এ সিনেমায় শহিদ কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, গৌরব শর্মা, নানা পাটেকরসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।