ভিন্ন রূপে কেয়া পায়েল

প্রথম দেখায় বিশ্বাসই করতে পারছেন না কেউ, একি সত্যিই সেই পরিচিত মুখ? উশকোখুশকো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই লুক মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। একঝলক দেখেই বিভ্রান্ত নেটিজেনরা যখন চমকে উঠছেন, তখন ধীরে ধীরে ভাঙছে রহস্যের পর্দা। হ্যাঁ, এই আমূল বদলে যাওয়া মানুষটি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। হঠাৎ এই ‘ট্রান্সফর্মেশন’ কেন? অভিনয়ের খাতিরে নাকি অন্য কোনো নতুন  চমক আসতে চলেছে? তবে জানা গেল, আলোচনার জন্ম দেওয়া এই লুকের নেপথ্যে ছিল একটি শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।  এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।’ সামা

ভিন্ন রূপে কেয়া পায়েল
প্রথম দেখায় বিশ্বাসই করতে পারছেন না কেউ, একি সত্যিই সেই পরিচিত মুখ? উশকোখুশকো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই লুক মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। একঝলক দেখেই বিভ্রান্ত নেটিজেনরা যখন চমকে উঠছেন, তখন ধীরে ধীরে ভাঙছে রহস্যের পর্দা। হ্যাঁ, এই আমূল বদলে যাওয়া মানুষটি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। হঠাৎ এই ‘ট্রান্সফর্মেশন’ কেন? অভিনয়ের খাতিরে নাকি অন্য কোনো নতুন  চমক আসতে চলেছে? তবে জানা গেল, আলোচনার জন্ম দেওয়া এই লুকের নেপথ্যে ছিল একটি শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।  এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন। তবে জানা যায়, প্রকাশিত ভিডিওটি একটি নাটকের শুটিং সেটের দৃশ্য। নাটকের নাম এখনো প্রকাশিত না হলেও উক্ত নাটকে একসঙ্গে কাজ করছেন জোভান-কেয়া। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow