ভুয়া মেমো তৈরি করে সার সংকট, অতঃপর...

ভুয়া মেমো তৈরি করে সার সংকট সৃষ্টি করায় নাটোরের সিংড়ায় মিজানুর রহমান নামে এক সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সিংড়া উপজেলার শেরকোল-রাণীনগর শাহি বাজারের মেসার্স শাফি এন্টারপ্রাইজে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই ব্যবসায়ীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। জানা গেছে, ৩১ ডিসেম্বর বরাদ্দের ৪০০ বস্তা টিএসপি সার উত্তোলন করেন বিসিআইসি সার ডিলার মিজানুর রহমান।  পরে সার না পাওয়া কৃষকরা অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। পরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ওই ডিলারের ঘরে গিয়ে দেখা যায়, সেখানে টিএসপি সার নেই। দোকানের মেমোতে দেখা যায়, একই ব্যক্তিকে একাধিকবার সার দেওয়া হয়েছে। বিষয়টি অস্বাভাবিক বলে সন্দেহ হয়।  ভুয়া মেমো করে রাতারাতি টিএসপি সার প্রকৃত কৃষকদের না দিয়ে বাইরে বিক্রয় করার প্রমাণ পেয়ে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণের পৃথক দুটি আইনে ব্যবসায়ী মিজানুর রহমানের ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ী

ভুয়া মেমো তৈরি করে সার সংকট, অতঃপর...

ভুয়া মেমো তৈরি করে সার সংকট সৃষ্টি করায় নাটোরের সিংড়ায় মিজানুর রহমান নামে এক সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সিংড়া উপজেলার শেরকোল-রাণীনগর শাহি বাজারের মেসার্স শাফি এন্টারপ্রাইজে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই ব্যবসায়ীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, ৩১ ডিসেম্বর বরাদ্দের ৪০০ বস্তা টিএসপি সার উত্তোলন করেন বিসিআইসি সার ডিলার মিজানুর রহমান। 

পরে সার না পাওয়া কৃষকরা অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। পরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ওই ডিলারের ঘরে গিয়ে দেখা যায়, সেখানে টিএসপি সার নেই। দোকানের মেমোতে দেখা যায়, একই ব্যক্তিকে একাধিকবার সার দেওয়া হয়েছে। বিষয়টি অস্বাভাবিক বলে সন্দেহ হয়। 

ভুয়া মেমো করে রাতারাতি টিএসপি সার প্রকৃত কৃষকদের না দিয়ে বাইরে বিক্রয় করার প্রমাণ পেয়ে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণের পৃথক দুটি আইনে ব্যবসায়ী মিজানুর রহমানের ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত প্রকৃত মূল্যেই সার সরবরাহ নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত দামে সার বিক্রি বা কৃষকদের হয়রানি করার সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে বাজার মনিটরিং করছে এবং সার ডিলার ও বিক্রেতাদের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow