ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।  শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পাকিস্তানে শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। সাধারণত অগভীর ভূমিকম্প বেশি বিপজ্জনক হলেও গভীর উৎসের কম্পনও বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে। এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। এ কারণে অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি, যেখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প নিয়মিতভাবে ঘটে এবং সীমান্ত পেরিয়ে অনুভূত হয়। পাকিস্তানজুড়ে বিভিন্ন সক্রিয় ফল্ট লাইন থাকায় দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া (কেপি), গিলগিট–বালতিস্তান —ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমান্তে অবস্থিত। এ ছাড়া সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পাকিস্তানে শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। সাধারণত অগভীর ভূমিকম্প বেশি বিপজ্জনক হলেও গভীর উৎসের কম্পনও বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। এ কারণে অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি, যেখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প নিয়মিতভাবে ঘটে এবং সীমান্ত পেরিয়ে অনুভূত হয়।

পাকিস্তানজুড়ে বিভিন্ন সক্রিয় ফল্ট লাইন থাকায় দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া (কেপি), গিলগিট–বালতিস্তান —ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমান্তে অবস্থিত। এ ছাড়া সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে হওয়ায় এখানেও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলের কাছে আরবিয়ান প্লেট ও ইউরেশীয় প্লেটের সক্রিয় সীমান্ত থাকায় ভয়াবহ ভূমিকম্পের প্রবণতা বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow