ভূমিকম্পে কাঁপল সৌদি আরব
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গাফল নিউজ ও খালিজ টাইমসের। এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। সে সময় ভূমিকম্পের কারণ হিসেবে আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে দায়ী করেছিলেন ভূতাত্ত্বিকরা। অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এ ছাড়া গত ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যদিও সেটির কোনো প্র
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গাফল নিউজ ও খালিজ টাইমসের।
এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল, যা সৌদি আরব ও ইউএই উভয় দেশেই রেকর্ড করা হয়। সে সময় ভূমিকম্পের কারণ হিসেবে আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে দায়ী করেছিলেন ভূতাত্ত্বিকরা।
অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।
এ ছাড়া গত ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যদিও সেটির কোনো প্রভাব ইউএইতে পড়েনি। তারও আগে, ২২ নভেম্বর ইরাকে ৩০ কিলোমিটার গভীরে ৫.০ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, যা আমিরাতে অনুভূত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পে সৌদি আরব বা ইউএইতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
What's Your Reaction?