ভেঙে দেওয়া হলো ৩৫টি অবৈধ দোকান

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ওই জমিটি সাভার উপজেলা ভূমি অফিসের জন্য নির্ধারিত ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।  অভিযানে ভেকু ব্যবহার করে মোট ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে জমিটি দখলমুক্ত রাখতে সেখানে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মহাসড়ক ও সরকার

ভেঙে দেওয়া হলো ৩৫টি অবৈধ দোকান

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি।

এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ওই জমিটি সাভার উপজেলা ভূমি অফিসের জন্য নির্ধারিত ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

অভিযানে ভেকু ব্যবহার করে মোট ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে জমিটি দখলমুক্ত রাখতে সেখানে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মহাসড়ক ও সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে নতুন করে কেউ দখলের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানার পুলিশ সহায়তা করে। স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ হবে এবং সরকারি জমি দখলমুক্ত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow