ভেনেজুয়েলার মাটিতে শিগগিরই ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার রোধে অভিযান শুরু করবে। কারাকাসের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এসেছে। ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী জাহাজ, স্টেলথ ফাইটার জেট এবং হাজারো সৈন্য মোতায়েন করেছে। এ সময় তথাকথিত ড্রাগ–ট্রাফিকিং নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক পানিসীমায় ডজনের বেশি মানুষ নিহত হয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আপনারাই আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করেছেন। তিনি বলেন, সমুদ্রপথে এখন বেশি আসছে না। আমরা খুব শিগগিরই স্থলপথেও তাদের থামানো শুরু করব… সমুদ্রপথে প্রায় ৮৫ শতাংশ বন্ধ করা গেছে। আলজাজিরা জানিয়েছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সা

ভেনেজুয়েলার মাটিতে শিগগিরই ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার রোধে অভিযান শুরু করবে। কারাকাসের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এসেছে। ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী জাহাজ, স্টেলথ ফাইটার জেট এবং হাজারো সৈন্য মোতায়েন করেছে। এ সময় তথাকথিত ড্রাগ–ট্রাফিকিং নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক পানিসীমায় ডজনের বেশি মানুষ নিহত হয়েছে।

থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আপনারাই আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করেছেন।

তিনি বলেন, সমুদ্রপথে এখন বেশি আসছে না। আমরা খুব শিগগিরই স্থলপথেও তাদের থামানো শুরু করব… সমুদ্রপথে প্রায় ৮৫ শতাংশ বন্ধ করা গেছে।

আলজাজিরা জানিয়েছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। লাতিন আমেরিকার সরকার ও আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।

লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। এলাকার নেতারা বলছেন, নিহতদের অনেকেই জেলে বা স্থানীয় জাহাজচালক, পাচারকারী নয়।

ট্রাম্প আগে থেকেই ভেনেজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং দাবি করছেন, মাদুরো সরকার মাদক পাচারের সঙ্গে যুক্ত। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ১৭ সপ্তাহ ধরে বিদেশি ও সাম্রাজ্যবাদী শক্তি মিথ্যা অভিযোগ তুলে অঞ্চলকে অশান্ত করার হুমকি দিচ্ছে। বিশ্বে কেউই এসব বিশ্বাস করে না।

তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ কখনো ভয় পায় না। তারা তাদের ভূমি, সমুদ্র, আকাশ ও ইতিহাস রক্ষায় প্রস্তুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow