ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ ও তেল রপ্তানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ইরাক যুদ্ধের সময়কার ভুল কৌশলের পুনরাবৃত্তি হতে পারে। মার্কিন প্রভাবশালী সাময়িকী দ্য হিল এমন সতর্কতা দিয়েছে । প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে অতিরঞ্জিত ও অবিবেচিত হুমকির আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দ্য হিল উল্লেখ করে, ওয়াশিংটন তেল, নিরাপত্তা ও নৈতিকতার যুক্তিকে একসঙ্গে ব্যবহার করে নিজের নীতিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, যা ইরাক আক্রমণের আগের সময়ের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ফেন্টানিলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে আখ্যা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলছেন। এসব দাবি ইরাক যুদ্ধের আগে দেওয়া ভুল গোয়েন্দা তথ্যের কথাই মনে করিয়ে দেয়। বিশ্লেষণে সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্র যদি এই পথেই এগোয়, তাহলে ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর ভেতরে বিভাজন তৈরি হতে পারে। এতে করে অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গ

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ ও তেল রপ্তানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ইরাক যুদ্ধের সময়কার ভুল কৌশলের পুনরাবৃত্তি হতে পারে। মার্কিন প্রভাবশালী সাময়িকী দ্য হিল এমন সতর্কতা দিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে অতিরঞ্জিত ও অবিবেচিত হুমকির আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দ্য হিল উল্লেখ করে, ওয়াশিংটন তেল, নিরাপত্তা ও নৈতিকতার যুক্তিকে একসঙ্গে ব্যবহার করে নিজের নীতিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, যা ইরাক আক্রমণের আগের সময়ের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ফেন্টানিলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে আখ্যা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলছেন। এসব দাবি ইরাক যুদ্ধের আগে দেওয়া ভুল গোয়েন্দা তথ্যের কথাই মনে করিয়ে দেয়।

বিশ্লেষণে সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্র যদি এই পথেই এগোয়, তাহলে ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর ভেতরে বিভাজন তৈরি হতে পারে। এতে করে অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর একটি অংশের যোগসাজশের ঝুঁকি বাড়বে।

বিশেষ করে মাদুরোর সঙ্গে কলম্বিয়ার গেরিলা ও মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর যোগাযোগ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অতীতের ইরাক যুদ্ধ থেকে ভুল শিক্ষা নিয়ে একই ধরনের কৌশল প্রয়োগ করলে ভেনেজুয়েলার সংকট আরও গভীর হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow