ভোটের আগে ফল ঘোষণার মতো পরিস্থিতি হয়েছে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত প্রো-অ্যাকটিভ তো দূরের কথা, একটিভও নয়। বহু জায়গাতে দেখছি, পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। শুধু মবোক্রেসি নয়, পরিস্থিতি এমন—ভোটের আগে ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার মতো হয়েছে।
What's Your Reaction?
