‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’
মুন্সীগঞ্জ-০১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, মুন্সীগঞ্জ-১ আসনকে সন্ত্রাস ও নেশামুক্ত করতে হলে সবাইকে নামাজ পড়তে হবে, মসজিদমুখী হতে হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার জন্য আমরা শুধু আনুষ্ঠানিকভাবে নয়, প্রতিদিনের নামাজে দোয়া করব। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত রাজনীতি করতে হবে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে মুন্সীগঞ্জ-০১ আসনকে একটি উ
মুন্সীগঞ্জ-০১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, মুন্সীগঞ্জ-১ আসনকে সন্ত্রাস ও নেশামুক্ত করতে হলে সবাইকে নামাজ পড়তে হবে, মসজিদমুখী হতে হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার জন্য আমরা শুধু আনুষ্ঠানিকভাবে নয়, প্রতিদিনের নামাজে দোয়া করব।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত রাজনীতি করতে হবে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে মুন্সীগঞ্জ-০১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহসভাপতি মো. মোতাহার হোসেন, সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রশিদ মাসুম ও আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজি নুর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল, সাবেক সদস্য সচিব আলহাজ আনসার মোল্লা, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?