মঞ্চ থেকে কারাগারের পথে মার্কিন র‍্যাপার

মঞ্চের আলো, ভক্তদের উল্লাস আর চার্ট টপার গানের দুনিয়া ছাপিয়ে এবার আদালতের কাঠগড়ায় র‍্যাপার উইজ খলিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন র‌্যাপ তারকার জীবনে নেমে এলো চরম ধাক্কা— রোমানিয়ার একটি আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। শুধু তাই নয়, সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। পাশাপাশি আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে এই বহুল আলোচিত সংগীতশিল্পীকে ঘিরে। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঞ্চে গাঁজা সেবনের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে উইজ খলিফাকে। গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের অত্যন্ত পরিচিত গ্রাম কোস্টিনেস্টিতে এক উৎসবের সময় এই মাদক সেবন করেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন র‌্যাপার। এ কারণে রোমানিয়ার একটি আপিল আদালত মাদকদ্রব্য রাখার অভিযোগে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা করেন এবং তাকে কারাগারে সাজা ভোগ করার নির্দেশ দেওয়া হয়। আদালতে রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন উইজ খলিফা। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার ও সংগীতশিল্পী গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। গত ১৮ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি ও ক্লিপ

মঞ্চ থেকে কারাগারের পথে মার্কিন র‍্যাপার

মঞ্চের আলো, ভক্তদের উল্লাস আর চার্ট টপার গানের দুনিয়া ছাপিয়ে এবার আদালতের কাঠগড়ায় র‍্যাপার উইজ খলিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন র‌্যাপ তারকার জীবনে নেমে এলো চরম ধাক্কা— রোমানিয়ার একটি আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। শুধু তাই নয়, সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। পাশাপাশি আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে এই বহুল আলোচিত সংগীতশিল্পীকে ঘিরে।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঞ্চে গাঁজা সেবনের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে উইজ খলিফাকে। গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের অত্যন্ত পরিচিত গ্রাম কোস্টিনেস্টিতে এক উৎসবের সময় এই মাদক সেবন করেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন র‌্যাপার।

এ কারণে রোমানিয়ার একটি আপিল আদালত মাদকদ্রব্য রাখার অভিযোগে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা করেন এবং তাকে কারাগারে সাজা ভোগ করার নির্দেশ দেওয়া হয়।

আদালতে রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন উইজ খলিফা। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার ও সংগীতশিল্পী গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। গত ১৮ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি ও ক্লিপ পোস্ট করেছেন তিনি।

এর আগে গত বছরের ১৩ জুলাই কনসার্টের পর পুলিশ তাকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রসিকিউটররা তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওষুধ রাখার অভিযোগ তোলেন।

রোমানিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উইজ খলিফার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা ছিল এবং মঞ্চে অতিরিক্ত পরিমাণ সেবন করেছিলেন তিনি।

আপিল আদালতের বিচারকরা বলেছেন, তারা উইজ খলিফার মূল জরিমানা বাতিল করেছেন। কারণ, সে অবৈধ আচরণ স্বাভাবিকীকরণের ইঙ্গিত দিয়েছিলেন এবং এ কারণে তরুণদের মধ্যে মাদকের ব্যবহার উৎসাহিত হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিহিত করে বিচারকরা বলেন, উইজ খলিফা একজন সংগীতশিল্পী, র‌্যাপার, সে তরুণদের মধ্যে সুপরিচিত। তিনি একটি সংগীত পরিবেশনার মঞ্চে অল্পবয়সী দর্শকদের সামনে বিশেষ সিগারেট পান করেছেন।

এ ঘটনায় উইজ খলিফা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি দেশকে অপমান করতে চাননি। তিনি বলেন, তারা (কর্তৃপক্ষ) খুব শ্রদ্ধাশীল ছিল এবং আমাকে যেতে দিয়েছে। আমি শিগগিরই ফিরব। আর পরের বার কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই।

এদিকে জানা যায় উইজ খলিফাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে রোমানিয়ার অপরাধবিদ ভ্লাদ জাহা বলেছেন, তার শাস্তি অস্বাভাবিক কঠোর। 

অপরাধীর সম্পদ ও সংযোগ, প্রত্যর্পণের ব্যাপারে রোমানিয়ার আলোচনায় এবং যুক্তরাষ্ট্রে গাঁজার আইনি ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা খুব কম। যদিও যুক্তরাষ্ট্রে একটি আনুষ্ঠানিক বিচারের জন্য অনুরোধ জানানো হবে।

উল্লেখ্য, উইজ খলিফার প্রকৃত নাম ক্যামেরন জিব্রিল থমাজ। তিনি ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’, ‘সি ইউ অ্যাগেইন’ এবং ‘ইয়ং, ওয়াইল্ড অ্যান্ড ফ্রি’র মতো গানের জন্য বিশ্বমহলে বেশ পরিচিত। তিনি একাধারে সংগীতশিল্পী, গীতিকার ও র‌্যাপার।

তবে সব মিলিয়ে বলা যায়, হিট গানের সাফল্য আর আন্তর্জাতিক খ্যাতি সত্ত্বেও আইনি জটিলতার কাছে কোনো তারকাই ব্যতিক্রম নন। বিশ্বসংগীতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা উইজ খলিফার এই অধ্যায়টি তাই শুধু একজন শিল্পীর নয়, বরং আইন ও বাস্তবতার কঠিন মুখোমুখি হওয়ার এক আলোচিত দৃষ্টান্ত হিসেবেই রয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow