মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক পরিবারের বাড়ি ধ্বংস হয়ে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। খবর আল জাজিরার। মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়। তিনি জানান, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেললে পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী নিহত হন। বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পক্তিকা প্রদেশেও পাকিস্তানের আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। এতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে তালেবান প্রশাসন এই হামলাকে বিপজ্জনক উসকানি বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানকে এ ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।  

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক পরিবারের বাড়ি ধ্বংস হয়ে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়।

তিনি জানান, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেললে পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী নিহত হন। বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পক্তিকা প্রদেশেও পাকিস্তানের আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। এতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এদিকে তালেবান প্রশাসন এই হামলাকে বিপজ্জনক উসকানি বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানকে এ ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow