মধ্যরাতে ভৈরবের জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
রাতের বাধা কাটিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে কথা বলা শুরু করলেন তারেক রহমান। আহ্বান রাখলেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার। সে জন্য তিনি ভোটারদের তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুত হওয়ার আহ্বান রেখে বললেন, “ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিতে হবে।” বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এই আহ্বান রেখে বিএনপি চেয়ারম্যান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রতিষ্ঠাতা করতে হবে।”