মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম নিলেন বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। তবে এ আসন থেকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হককে।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ জেলার সহকারী রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে মনোনয়নপত্র নেন তিনি।  সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।   মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।  দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব। 

মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম নিলেন বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। তবে এ আসন থেকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হককে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ জেলার সহকারী রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে মনোনয়নপত্র নেন তিনি। 

সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন। 

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow