মনোহরদীতে ৫ জনের কারাদণ্ড, ৩ ট্রলি জব্দ

নরসিংদী মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। (২০ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। মোবাই কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি বোঝাই তিনটি ট্রলি জব্দ করা হয়। এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোহরদীতে ৫ জনের কারাদণ্ড,  ৩ ট্রলি জব্দ

নরসিংদী মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। (২০ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসন।

অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। মোবাই কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি বোঝাই তিনটি ট্রলি জব্দ করা হয়।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow