মনোহরদীতে ৫ জনের কারাদণ্ড, ৩ ট্রলি জব্দ
নরসিংদী মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। (২০ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। মোবাই কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি বোঝাই তিনটি ট্রলি জব্দ করা হয়। এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। (২০ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। মোবাই কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি বোঝাই তিনটি ট্রলি জব্দ করা হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?