মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের নির্দেশ
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত দুটি বাড়ি। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে। বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত দুটি বাড়ি। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।
বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।
What's Your Reaction?