মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে একটি মর্টার শেল আঘাত হেনেছে। এতে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় ঘাস কাটছিলেন দুই কৃষক। এ সময় পূর্ব দিক থেকে কৃষি জমিতে আঘাত হানে একটি মর্টার শেল। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন দুই কৃষক। স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় যুবক মো. রানা বলেন, মর্টার শেলটি যে স্থানে পড়েছিল তার পাশেই দুজন কৃষক ঘাস কাটছিলেন। অল্পের জন্য তারা প্রাণে বাঁচলেন। এটি জমিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কেঁপে ওঠে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
লিটন চন্দ্র দাস নামের আরেক যুবক বলেন, ভাগ্য ভালো যে মর্টার শেলটি কাদাযুক্ত মাটিতে পড়েছিল। যদি শুকনো মাটিতে পড়ত তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ। যদি এলাকায় কোনো ঘরে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে একটি মর্টার শেল আঘাত হেনেছে। এতে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় ঘাস কাটছিলেন দুই কৃষক। এ সময় পূর্ব দিক থেকে কৃষি জমিতে আঘাত হানে একটি মর্টার শেল। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন দুই কৃষক। স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় যুবক মো. রানা বলেন, মর্টার শেলটি যে স্থানে পড়েছিল তার পাশেই দুজন কৃষক ঘাস কাটছিলেন। অল্পের জন্য তারা প্রাণে বাঁচলেন। এটি জমিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কেঁপে ওঠে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
লিটন চন্দ্র দাস নামের আরেক যুবক বলেন, ভাগ্য ভালো যে মর্টার শেলটি কাদাযুক্ত মাটিতে পড়েছিল। যদি শুকনো মাটিতে পড়ত তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ। যদি এলাকায় কোনো ঘরে পড়ত তাহলে এলাকার অনেক বড় ক্ষয়ক্ষতি হতো।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মর্টার শেলটি উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।