মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে জমি মাপা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রাশেদ রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় এ হামলায় রাশেদ রাব্বি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহত রাশেদ রাব্বি লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। বাকিরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগ ও যুবলীগের অনুসারী বলে জানা গেছে। আহত রাশেদের বাবা আলী আক্কাস হাওলাদার জানান, রাব্বি স্থানীয় শাহজাহান তালুকদারের জমি মাপার কাজে গেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, মতি মাতুব্বর, জাকারিয়া, আবু তালেব মাতুব্বর, ইলিয়াস মাতুব্বরসহ কয়েকজন রাব্বির মাথা ও শরীরে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। অপর পক্ষের আহত ৩ জনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মতি মোতালেব মাতুব্বর দাবি করেন, তাদের জমিতে ভ

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে জমি মাপা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রাশেদ রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় এ হামলায় রাশেদ রাব্বি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহত রাশেদ রাব্বি লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। বাকিরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগ ও যুবলীগের অনুসারী বলে জানা গেছে। আহত রাশেদের বাবা আলী আক্কাস হাওলাদার জানান, রাব্বি স্থানীয় শাহজাহান তালুকদারের জমি মাপার কাজে গেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, মতি মাতুব্বর, জাকারিয়া, আবু তালেব মাতুব্বর, ইলিয়াস মাতুব্বরসহ কয়েকজন রাব্বির মাথা ও শরীরে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। অপর পক্ষের আহত ৩ জনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মতি মোতালেব মাতুব্বর দাবি করেন, তাদের জমিতে ভেকু মেশিন দিয়ে জোর করে মাটি কাটা হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। তিনি জানান, আমরা তিন ভাই মারধরের শিকার হয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow