মাইলস্টোন ট্র্যাজেডি: ৪ মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু সাইয়েবা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ চার মাসের বেশি সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুশিক্ষার্থী সাইয়েবা (১১)। বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে দগ্ধ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইয়েবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে সকালের দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। আরও পড়ুনমাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’ সাইয়েবা জামালপুরের মাদারগঞ্জ থানার জহিরুল ইসলামের মেয়ে। উত্তরায় পরিবারের সঙ্গে থাকতো সে। ডা. নাসির উদ্দিন আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ একজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ চার মাসের বেশি সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুশিক্ষার্থী সাইয়েবা (১১)।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে দগ্ধ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইয়েবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে সকালের দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’
সাইয়েবা জামালপুরের মাদারগঞ্জ থানার জহিরুল ইসলামের মেয়ে। উত্তরায় পরিবারের সঙ্গে থাকতো সে।
ডা. নাসির উদ্দিন আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ একজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরেও জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনের প্রয়োজন হলেও আমরা করবো।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন; আহত হন প্রায় শতাধিক মানুষ।
কাজী আল-আমিন/ইএ
What's Your Reaction?