মাগুরায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রিয়াজ হোসেন (২৪)। তিনি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাগুরায় পাসপোর্ট অফিসে আসেন পাসপোর্ট তৈরি করার জন্য। বুধবার (১৯ নভেম্বর) মাগুরা শহরের ভিটা সাইজ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাকে আটক করা হয়। মাগুরা মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার বলেন, ‘রোহিঙ্গা ওই যুবকের কাগজপত্র যাচাই-বাছাই ও ফিঙ্গার দেওয়ার সময় অমিল থাকায় সন্দেহ হয়। পরে তার সঙ্গে কথা বললে সে বাংলায় কথা বলতে পারে না। পাশাপাশি তার কাছে থাকা একটি রোহিঙ্গা ক্যাম্পের কার্ডও রয়েছে। মাগুরা শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন এমন একটি কার্ড পাওয়া যায়। তিনি বলেন, মাগুরা শ্রীপুর উপজেলা থেকে এ রোহিঙ্গা যুবকের জাতীয় পরিচয় পত্র তৈরি করা হয়। কিভাবে জাতীয় পরিচয় পত্রটি তৈরি করা হলো তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন, একজন রোহিঙ্গা যুবককে মাগুরা শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয় পত্র তৈরি করা হয়েছে। এছাড়াও আরও জাতীয় পরিচয়পত্র এভাবে তৈরি হয়েছে কিনা শ্রীপুর উপজেলা নির্বাচন কার্যা

মাগুরায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রিয়াজ হোসেন (২৪)। তিনি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাগুরায় পাসপোর্ট অফিসে আসেন পাসপোর্ট তৈরি করার জন্য।

বুধবার (১৯ নভেম্বর) মাগুরা শহরের ভিটা সাইজ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাকে আটক করা হয়।

মাগুরা মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার বলেন, ‘রোহিঙ্গা ওই যুবকের কাগজপত্র যাচাই-বাছাই ও ফিঙ্গার দেওয়ার সময় অমিল থাকায় সন্দেহ হয়। পরে তার সঙ্গে কথা বললে সে বাংলায় কথা বলতে পারে না। পাশাপাশি তার কাছে থাকা একটি রোহিঙ্গা ক্যাম্পের কার্ডও রয়েছে। মাগুরা শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন এমন একটি কার্ড পাওয়া যায়।

তিনি বলেন, মাগুরা শ্রীপুর উপজেলা থেকে এ রোহিঙ্গা যুবকের জাতীয় পরিচয় পত্র তৈরি করা হয়। কিভাবে জাতীয় পরিচয় পত্রটি তৈরি করা হলো তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন, একজন রোহিঙ্গা যুবককে মাগুরা শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয় পত্র তৈরি করা হয়েছে। এছাড়াও আরও জাতীয় পরিচয়পত্র এভাবে তৈরি হয়েছে কিনা শ্রীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের জবাবদিহি নিয়োগ প্রশ্ন করেন।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই রোহিঙ্গা যুবক দালালের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশে যাওয়ার জন্য এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow