মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদভানি। ভক্তদের কাছে তার ‘ক্লিন ইমেজ’ থাকলেও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গুরুতর অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। অভিযোগ উঠেছে, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, বিমানযাত্রার সময় ভুলবশত ইনফ্লুয়েন্সারের মা কিয়ারা আদভানির নির্ধারিত সিটে বসে পড়েছিলেন। বিষয়টি নজরে আসার পর ওই বয়স্ক নারী দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকারও করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক নারীর ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তার সঙ্গে বেশ রূঢ় ভাষায় কথা বলেন। ওই ব্যক্তির মতে, একজন পাবলিক ফিগার হিসেবে কিয়ারার আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখানো উচিত ছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কিয়ারার অনুরাগীদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ। কোনো চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ফুটেজ ছাড়া কেবল

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদভানি। ভক্তদের কাছে তার ‘ক্লিন ইমেজ’ থাকলেও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গুরুতর অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। অভিযোগ উঠেছে, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, বিমানযাত্রার সময় ভুলবশত ইনফ্লুয়েন্সারের মা কিয়ারা আদভানির নির্ধারিত সিটে বসে পড়েছিলেন। বিষয়টি নজরে আসার পর ওই বয়স্ক নারী দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকারও করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক নারীর ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তার সঙ্গে বেশ রূঢ় ভাষায় কথা বলেন। ওই ব্যক্তির মতে, একজন পাবলিক ফিগার হিসেবে কিয়ারার আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখানো উচিত ছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কিয়ারার অনুরাগীদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ। কোনো চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ফুটেজ ছাড়া কেবল মুখের কথায় এমন গুরুতর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow