মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউইর্য়ক টাইমসকে যা বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মোবাইল ফোনে দ্য নিউইর্য়ক টাইমসের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ৫০ সেকেন্ড ফোনে কথা বলেন নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক। নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, কী ঘটেছে এবং এরপর কী হতে পারে, তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি। তিনবার রিং হওয়ার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন—অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ, অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান। এরপর আমি জানার চেষ্টা করি, সামাজিক মাধ্যমে তিনি যাকে ‘বড় পরিসরের হামলা’ বলেছেন, সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন। উত্তরে ট্রাম্প বলেন, এটা আমরা আলোচনা করব। একটি সংবাদ সম্মেলন হবে।  নিউইর্য়ক টাইমসের প্

মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউইর্য়ক টাইমসকে যা বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে মোবাইল ফোনে দ্য নিউইর্য়ক টাইমসের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ৫০ সেকেন্ড ফোনে কথা বলেন নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক।

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, কী ঘটেছে এবং এরপর কী হতে পারে, তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি। তিনবার রিং হওয়ার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন—অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ, অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান।

এরপর আমি জানার চেষ্টা করি, সামাজিক মাধ্যমে তিনি যাকে ‘বড় পরিসরের হামলা’ বলেছেন, সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন।

উত্তরে ট্রাম্প বলেন, এটা আমরা আলোচনা করব। একটি সংবাদ সম্মেলন হবে। 

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, আমি জানতে চাই—ভেনেজুয়েলার জন্য তিনি পরবর্তী কী ভাবছেন এবং কেন এই উচ্চঝুঁকির অভিযানটি সার্থক ছিল।

তিনি আরও বলেন, ফোন কাটার আগে ট্রাম্প বলেন, ১১টায় সবকিছুই জানাবেন।

তিনি বলেন, কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত লাগছিল।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি সকাল ১১টায় মার-আ-লাগো থেকে বক্তব্য দেবেন। এটি তার ব্যক্তিগত ক্লাব ও বাসভবন, যেখানে তিনি গত দুই সপ্তাহ কাটিয়েছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে, আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

এসময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow