মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণ, আহত দুই
মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই রিকশাচালক। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ও সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ১টি ককটেল বিস্ফোরণ করা হয়। হঠাৎ করে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন— মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীন হোসেন। তারা দুজনই রিকশাচালক। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। তার কিছুক্ষণ পরই ইউনাইটেড ক্লিনিকের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় সাগর ও নবীন নামের দুই রিকশাচালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। অন্যদিকে রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা এলাকায় আরেকটি ককটেল বিস্ফোর
মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই রিকশাচালক।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ও সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ১টি ককটেল বিস্ফোরণ করা হয়।
হঠাৎ করে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন— মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীন হোসেন। তারা দুজনই রিকশাচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। তার কিছুক্ষণ পরই ইউনাইটেড ক্লিনিকের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ সময় সাগর ও নবীন নামের দুই রিকশাচালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
অন্যদিকে রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তবে এখানে কোনো আহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
What's Your Reaction?