মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যমসহ বিভিন্ন দেশের হাইকমিশনার শোক বইয়ে স্বাক্ষর করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শোকবার্তায় তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে তারা বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় ও স্মরণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।  এ বিষয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, এসব কর্মসূচ

মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যমসহ বিভিন্ন দেশের হাইকমিশনার শোক বইয়ে স্বাক্ষর করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শোকবার্তায় তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে তারা বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় ও স্মরণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা দেশের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তার অবদানের স্মরণ করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে গণতন্ত্রের অভিভাবক, আর প্রবাসীরা হারিয়েছে প্রবাসীবান্ধব সরকারের প্রধান— এমনটাই মনে করছেন মালদ্বীপের প্রবাসীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow