মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বোর্নিও আর্টস ফেস্টিভ্যাল
বোর্নিও আর্টস ফেস্টিভ্যাল (বিএএফ) ২০২৫ বোর্নিওর শিল্প-সংস্কৃতির স্বকীয়তা এবং মালয়েশিয়ার বহুজাতিক সমাজের ঐক্যের চেতনা একসঙ্গে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ। এ বছরের থিম ‘ওয়ারিসান সিনি বোর্নিও: জলিনান সিনি দান চাহায়া’ যা ঐতিহ্য ও আধুনিকতার সৃজনশীল সমন্বয়কে প্রতিফলিত করে এবং বোর্নিওর জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় ধরে রেখে অগ্রগতির সঙ্গে অভিযোজিত হওয়ার সক্ষমতার প্রতীক। ১৬ নভেম্বর, ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে লাবুয়ান ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস কমপ্লেক্সে তিনি বলেন, এখানেই আমরা দেখি, কীভাবে সৃজনশীলতা মালয়েশিয়া মাদানির চেতনায় বিভিন্ন সংস্কৃতিকে একসূত্রে গাঁথে। তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতি সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য অপরিহার্য যা সামাজিক শক্তি বৃদ্ধি করে এবং সুসংহত, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গঠনে ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, শিল্পের মাধ্যমে আমরা শিখি, ভিন্নতা দুর্বলতা নয় বরং শক্তি। সাংস্কৃতিক বৈচিত্র্যকে তিনি আধ্যাত্মিক সম্পদ হিসেবে বর্ণনা করেন, যা আরও সুদৃঢ় করা প্রয়োজন। ফাদিল্লাহ লাবুয়ানের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতির কেন্দ্র হি
বোর্নিও আর্টস ফেস্টিভ্যাল (বিএএফ) ২০২৫ বোর্নিওর শিল্প-সংস্কৃতির স্বকীয়তা এবং মালয়েশিয়ার বহুজাতিক সমাজের ঐক্যের চেতনা একসঙ্গে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ।
এ বছরের থিম ‘ওয়ারিসান সিনি বোর্নিও: জলিনান সিনি দান চাহায়া’ যা ঐতিহ্য ও আধুনিকতার সৃজনশীল সমন্বয়কে প্রতিফলিত করে এবং বোর্নিওর জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় ধরে রেখে অগ্রগতির সঙ্গে অভিযোজিত হওয়ার সক্ষমতার প্রতীক।
১৬ নভেম্বর, ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে লাবুয়ান ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস কমপ্লেক্সে তিনি বলেন, এখানেই আমরা দেখি, কীভাবে সৃজনশীলতা মালয়েশিয়া মাদানির চেতনায় বিভিন্ন সংস্কৃতিকে একসূত্রে গাঁথে।
তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতি সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য অপরিহার্য যা সামাজিক শক্তি বৃদ্ধি করে এবং সুসংহত, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গঠনে ভূমিকা রাখে।
তিনি উল্লেখ করেন, শিল্পের মাধ্যমে আমরা শিখি, ভিন্নতা দুর্বলতা নয় বরং শক্তি। সাংস্কৃতিক বৈচিত্র্যকে তিনি আধ্যাত্মিক সম্পদ হিসেবে বর্ণনা করেন, যা আরও সুদৃঢ় করা প্রয়োজন।
ফাদিল্লাহ লাবুয়ানের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতির কেন্দ্র হিসেবে ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই উৎসব ব্যবসায় খাত ও সৃজনশীল উদ্যোক্তাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সুফল বয়ে আনে।
বিএএফ লাবুয়ানকে উচ্চপ্রভাবসম্পন্ন ইভেন্টস হাব হিসেবে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অনুঘটক বলে তিনি যোগ করেন।
এ উৎসব সরকারের সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করে এবং ভিজিট মালয়েশিয়া ২০২৬ উপলক্ষেশিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থাপনে ভূমিকা রাখবে।
এমআরএম/এএসএম
What's Your Reaction?