মিঠামইনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ১২০ জন দরিদ্র রোগী

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটিতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা। এ সময় ডিএসকে’র কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, ডিএসকে’র সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)মো রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ১০ জন চক্ষু ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। নিজের এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে হাওরপাড়ের দরিদ্র রোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং ডিএসকে’র প্রতি তারা কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক

মিঠামইনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ১২০ জন দরিদ্র রোগী

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটিতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা।

এ সময় ডিএসকে’র কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, ডিএসকে’র সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)মো রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ১০ জন চক্ষু ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। নিজের এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে হাওরপাড়ের দরিদ্র রোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং ডিএসকে’র প্রতি তারা কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মিঠামইন উপজেলার ঢাকী এবং বৈরাটি এই দুটি ইউনিয়নে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করে আসছে।

এর আগে ৮০ জন চক্ষু ছানি রোগীকে সংস্থাটি বিনামূল্যে ছানি অপারেশন করানোর মাধ্যমে তাদের স্বাভাবিক দৃষ্টি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow