মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল হোসেন ওরফে চামাইরা বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।  আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় বিল্লাল হোসেন অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওই তথ্যের ভিত্তিতে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়নের গোয়েন্দা দল এলাকায় নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে। এদিকে গ্রেপ্তারের পর কাফরুলে স্থাপিত অস্থায়ী আর্মি ক্যাম্

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল হোসেন ওরফে চামাইরা বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় বিল্লাল হোসেন অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওই তথ্যের ভিত্তিতে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়নের গোয়েন্দা দল এলাকায় নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে।

এদিকে গ্রেপ্তারের পর কাফরুলে স্থাপিত অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ব্যবহৃত অবৈধ অস্ত্রের তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কাফরুল এলাকার একটি স্থান থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow