মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে একটি হত্যচেষ্টা মামলায় সাবেক (অপসারণকৃত) ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক রাশেদ ফজল। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর এলাকার পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম খান মির্জাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে তিনি কাউন্সিলরশীপ হারান। এছাড়া রাজনৈতিকভাবে তিনি উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদধারী ছিলেন। প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম খান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্ত
টাঙ্গাইলের মির্জাপুরে একটি হত্যচেষ্টা মামলায় সাবেক (অপসারণকৃত) ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক রাশেদ ফজল।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর এলাকার পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামীম খান মির্জাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে তিনি কাউন্সিলরশীপ হারান। এছাড়া রাজনৈতিকভাবে তিনি উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদধারী ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম খান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
What's Your Reaction?