মিস ইউনিভার্সের মঞ্চে আহত হয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী
মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার পর তিন দিন পার হলেও হাসপাতালে আইসিউতেই লড়ছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি এখনো প্রত্যাশামতো হয়নি। ২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে র্যাম্পে হাঁটার সময় একটি ধাপ ভুল করায় হঠাৎই মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়-গ্যাব্রিয়েলকে অন্তত সাত দিন আইসিউতে পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে তার পাশে রয়েছেন বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস ও মা মোরিন হেনরি। বোন ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির শারীরিক অবস্থা যতটা উন্নতি করার কথা ছিল, এখনো ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’ চিকিৎসক দল জানিয়েছেন, বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে। প্রার্থনার আহ্বান, গুজব না ছড়ানোর অনুরোধ বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমর্থকদের-বিশ
মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার পর তিন দিন পার হলেও হাসপাতালে আইসিউতেই লড়ছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি এখনো প্রত্যাশামতো হয়নি।
২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে র্যাম্পে হাঁটার সময় একটি ধাপ ভুল করায় হঠাৎই মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়-গ্যাব্রিয়েলকে অন্তত সাত দিন আইসিউতে পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে তার পাশে রয়েছেন বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস ও মা মোরিন হেনরি।
বোন ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির শারীরিক অবস্থা যতটা উন্নতি করার কথা ছিল, এখনো ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’ চিকিৎসক দল জানিয়েছেন, বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।
প্রার্থনার আহ্বান, গুজব না ছড়ানোর অনুরোধ বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমর্থকদের-বিশেষ করে বাংলাদেশি ও প্রবাসী জ্যামাইকানদের-গ্যাব্রিয়েলের জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
আরও পড়ুন:
মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ
মিস ইউনিভার্সে ইতিহাস গড়লেন মিথিলা
দুর্ঘটনার পরপরই গ্যাব্রিয়েলকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে ভর্তি করা হয়। সংগঠনটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল-আঘাত প্রাণঘাতী নয়; তবে পুরোপুরি নিশ্চিত হতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এমএমএফ/এমএস
What's Your Reaction?