মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মালায়লাম সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমা দৃশ্যম-৩। চলতি বছরের ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা।  বুধবার (১৪ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির  নির্মাতা জিতু জোসেফ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে ছবিটির জন্য নিজের অংশের শুটিং শেষ করেন মোহনলাল। শুটিং শেষ হওয়া উপলক্ষে পুরো ইউনিটের সামনে কেক কাটার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। আরও জানা যায়, ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঠিক আগের দিনই এই ছবির কাজ শুরু করেছিলেন মোহনলাল। বহুল প্রশংসিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক সূচনা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের কোচির কাছাকাছি একটি আইন কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পূজার অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জিতু জোসেফ জানান, এই পর্বে মোহনলালের অভিনীত আইকনিক চরিত্র জর্জকুট্টির জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে। সিনেমার গল্প নিয়ে জি

মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মালায়লাম সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমা দৃশ্যম-৩। চলতি বছরের ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা। 

বুধবার (১৪ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির  নির্মাতা জিতু জোসেফ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে ছবিটির জন্য নিজের অংশের শুটিং শেষ করেন মোহনলাল। শুটিং শেষ হওয়া উপলক্ষে পুরো ইউনিটের সামনে কেক কাটার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

আরও জানা যায়, ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঠিক আগের দিনই এই ছবির কাজ শুরু করেছিলেন মোহনলাল।

বহুল প্রশংসিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক সূচনা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের কোচির কাছাকাছি একটি আইন কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পূজার অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জিতু জোসেফ জানান, এই পর্বে মোহনলালের অভিনীত আইকনিক চরিত্র জর্জকুট্টির জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে।

সিনেমার গল্প নিয়ে জিতু বলেন, ‘এই ছবিতে দেখানো হবে সাড়ে চার বছর পর জর্জকুট্টির জীবনে কী ঘটে,এই বিষয়টিই গল্পের মূল উপজীব্য।’

ছবিটির শুটিং হয়েছে ভারতের থোডুপুঝা ও ভাগামনসহ একাধিক স্থানে। শেষ পাঁচ দিনের শুটিং সম্পন্ন হয় এর্নাকুলামে। টানটান গল্প, সূক্ষ্ম সাসপেন্স ও মোহনলালের প্রশংসিত অভিনয়ের জন্য ‘দৃশ্যম’ সিরিজ ভারতীয় সিনেমায় কাল্ট মর্যাদা লাভ করেছে।

সব মিলিয়ে, ‘দৃশ্যম’ শুধু একটি সিনেমা নয়,এটি মালয়ালাম চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রথম দুই পর্বে দর্শকদের যে রহস্য, উত্তেজনা ও মানবিক টানাপোড়েনের ভ্রমণে নিয়ে গেছে এই ফ্র্যাঞ্চাইজি, তৃতীয় পর্বেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। ফলে ‘দৃশ্যম ৩’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow