মুন্সীগঞ্জে বিএনপি নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এক বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে।  জানা যায়, প্রার্থী সমর্থনের তথ্যে গরমিল ও মামলাসংক্রান্ত বিষয়ে তথ্য গোপন করায় মনোনয়ন জমা দেওয়া নয়জনের মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।  এর মধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।  মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।  যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোন

মুন্সীগঞ্জে বিএনপি নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এক বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে। 

জানা যায়, প্রার্থী সমর্থনের তথ্যে গরমিল ও মামলাসংক্রান্ত বিষয়ে তথ্য গোপন করায় মনোনয়ন জমা দেওয়া নয়জনের মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

এর মধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। 

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপি দলীয় প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow