মুড়াবন্দ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাহেরী

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, তরুণ প্রজন্মের জনপ্রিয় আলেম মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মুড়াবন্দের পবিত্র জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। শনিবার সকালে তিনি এলাকার প্রখ্যাত আলেম-ওলিদের স্মৃতিবিজড়িত চুনারুঘাট মুড়াবন্দ জিয়ারতে উপস্থিত হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এ সময় দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কামনা করা হয়। জিয়ারত শেষে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নির্বাচন শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের আমানত। আমি আল্লাহর ওপর ভরসা করে, পবিত্র স্থান থেকে আমার পথচলা শুরু করেছি। ইনশাআল্লাহ, সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধকে সঙ্গে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাব।” এ সময় তাঁর সঙ্গে বৃহত্তর সুন্নী জোটের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট - মাধবপুর ) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মুড়াবন্দ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাহেরী

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, তরুণ প্রজন্মের জনপ্রিয় আলেম মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মুড়াবন্দের পবিত্র জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

শনিবার সকালে তিনি এলাকার প্রখ্যাত আলেম-ওলিদের স্মৃতিবিজড়িত চুনারুঘাট মুড়াবন্দ জিয়ারতে উপস্থিত হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এ সময় দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কামনা করা হয়।

জিয়ারত শেষে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,

“নির্বাচন শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের আমানত। আমি আল্লাহর ওপর ভরসা করে, পবিত্র স্থান থেকে আমার পথচলা শুরু করেছি। ইনশাআল্লাহ, সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধকে সঙ্গে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাব।”

এ সময় তাঁর সঙ্গে বৃহত্তর সুন্নী জোটের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট - মাধবপুর ) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী মনোনয়ন পান আলোচিত ইসলামী বক্তা মুফ্তি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি ।

তিনি শনিবার ( ২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট উপজেলাধীন মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন( রহঃ) এর মাজার যিয়ারত এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মাওলানা একে আফসার আহমদ তালুকদার, মাওলানা মুসলিম খান, আব্দুল ওয়াহিদ বাচ্চু, ইসলামিক ফ্রন্ট নেতা হাফেজ ইউনুস আহমদ নোমানী, জয়নাল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম পাটির উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভান্ডারী, ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল,মুড়ারবন্দ দরগাহ শরিফ এর মোতাওল্লী সৈয়দ শফিক আহমদ চিশতী, যুবসেনা সভাপতি আজিজ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকি, মাধবপুর উপজেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম। চুনারুঘাট - মাধবপুর উপজেলার বিপুলসংখ্যক নেতা কর্মী এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। আল্লামা তাহেরী বলেন চুনারুঘাট - মাধবপুর উপজেলার অবহেলিত জনগোষ্ঠী চা শ্রমিকসহ ও আপনাদের অবকাঠামো উন্নয়ন এর জন্য, আমি আপনাদের ভালবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালবাসায় থাকতে চাই। মোমবাতিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

স্থানীয়রা জানান, একজন দ্বীনদার, শিক্ষিত ও সাহসী নেতৃত্ব হিসেবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। মুড়াবন্দ জিয়ারতের মাধ্যমে তাঁর প্রচারণা শুরু করায় এলাকায় ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মোমবাতি প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। জিয়ারত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া এই প্রচারণা আগামীর রাজনীতিতে নতুন বার্তা দেবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow