মেঘনার বুকে এক টুকরা স্বর্গের রূপ
মনপুরার প্রকৃতি নিজেই এক জীবন্ত কবিতা। বিশাল মেঘনা নদী—যেন কূল নাই, কিনার নাই। বেশি ভালো লাগল সি বিচের পাড়ে বসে থাকার মুহূর্তগুলো। নীরবতা, হালকা বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ—সব মিলিয়ে মনপাগল করা দৃশ্য। মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই নিজের হাতে মনটা ধুয়ে দিচ্ছে। সেখানে বসে থাকা মানে নিজের ভেতরের শব্দগুলোকে পাখনা মেলে উড়তে দেওয়া।
মনপুরার প্রকৃতি নিজেই এক জীবন্ত কবিতা। বিশাল মেঘনা নদী—যেন কূল নাই, কিনার নাই। বেশি ভালো লাগল সি বিচের পাড়ে বসে থাকার মুহূর্তগুলো। নীরবতা, হালকা বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ—সব মিলিয়ে মনপাগল করা দৃশ্য। মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই নিজের হাতে মনটা ধুয়ে দিচ্ছে। সেখানে বসে থাকা মানে নিজের ভেতরের শব্দগুলোকে পাখনা মেলে উড়তে দেওয়া।