মেঘরাজ
ইদানীং সরল অঙ্কের তুমিটা বড্ড জটিল সূত্রে হাঁটে
সমাধানের সামাজিকতায় ডানপক্ষ স্থির হয়ে যায়,
বৈধতার বৈষম্য অবিবেচকের মতো—
একটি স্বপ্নীল সুখের নীড়ে আঘাত হানে উপর্যুপরি,
ব্যর্থ নৈতিকতা উপদেশের ডালায় দাম্ভিকতা ছড়ায় বারংবার
ক্ষত-বিক্ষত করে প্রাপ্ত অলৌকিক প্রশান্তির রাজ্য,
উদ্ভূত প্রশ্নগুলো বিষাদের বিষে বিষাক্ত হয়ে তিক্ততার বাহক হয়।
মেঘরাজ!
ইদানীং সরল অঙ্কের তুমিটা বড্ড জটিল সূত্রে হাঁটে
সমাধানের সামাজিকতায় ডানপক্ষ স্থির হয়ে যায়,
বৈধতার বৈষম্য অবিবেচকের মতো—
একটি স্বপ্নীল সুখের নীড়ে আঘাত হানে উপর্যুপরি,
ব্যর্থ নৈতিকতা উপদেশের ডালায় দাম্ভিকতা ছড়ায় বারংবার
ক্ষত-বিক্ষত করে প্রাপ্ত অলৌকিক প্রশান্তির রাজ্য,
উদ্ভূত প্রশ্নগুলো বিষাদের বিষে বিষাক্ত হয়ে তিক্ততার বাহক হয়।
মেঘরাজ!