মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি বাড়লো জুন পর্যন্ত
জনগুরুত্ব ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমন শেখ জানান, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকার মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করা এবং যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়েছিল। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় এ অব্যাহতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসএম/বিএ/জেআইএম
জনগুরুত্ব ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমন শেখ জানান, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সরকার মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করা এবং যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়েছিল।
পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় এ অব্যাহতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএম/বিএ/জেআইএম
What's Your Reaction?