মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

ক্যাম্প ন্যুতে লিওনেল মেসির আকস্মিক সফর মানেই আলোচনার ঝড়। ১৭ বছরের সোনালি যুগে বার্সেলোনাকে যিনি চূড়ায় তুলেছেন, তার একটি ছবি—‘একদিন ফিরতে চাই’—সোশ্যাল মিডিয়াকে মুহূর্তেই উন্মাতাল করেছে। আর চলতি মৌসুমের ধাক্কাখাওয়া বার্সা যখন আত্মবিশ্বাসের খোঁজে, তখনই প্রশ্নটা সামনে আসে—মেসি কি জানুয়ারিতে ফিরছেন? বার্সেলোনা হ্যান্সি ফ্লিক অবশ্য প্রশ্নটা শুনে হেসেই ফেললেন। সাংবাদিক সম্মেলনে মেসি প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘গত দশ বছরের সেরা ফুটবলার মেসি, যদি না আরও বেশি হয়। তার খেলা আমি সবসময় উপভোগ করেছি, অবিশ্বাস্য এক প্রতিভা।’ এরপরই আসে সেই রসিকতা—‘মেসির চুক্তি শেষ ২০২৮-এ, আর আমার ২০২৭-এ… ওকে ট্রেনিং করানোর সিদ্ধান্ত আমার হাতে নেই।’ ফ্লিকের এই মন্তব্যে যেন বোঝাই যায়—মেসিকে ঘিরে যে উত্তেজনা চলছে, তা তিনি জানেন; কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা তার নয়। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি এমএলএস মৌসুমের ব্রেকের মাঝে ক্যাম্প ন্যুতে হাজির হন। এরপরই তিনি পোস্ট করেন,“একদিন ফিরতে চাই। শুধু বিদায় জানাতে নয়।” এই কথাই বার্সা সমর্থকদের স্বপ্নে আগুন ধরিয়ে দিয়েছে। যেহেতু জানুয়ারিতে এমএলএস বন্ধ থাকে এবং বিশ্বকাপের প্রস্তুতিও সামনে,

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

ক্যাম্প ন্যুতে লিওনেল মেসির আকস্মিক সফর মানেই আলোচনার ঝড়। ১৭ বছরের সোনালি যুগে বার্সেলোনাকে যিনি চূড়ায় তুলেছেন, তার একটি ছবি—‘একদিন ফিরতে চাই’—সোশ্যাল মিডিয়াকে মুহূর্তেই উন্মাতাল করেছে। আর চলতি মৌসুমের ধাক্কাখাওয়া বার্সা যখন আত্মবিশ্বাসের খোঁজে, তখনই প্রশ্নটা সামনে আসে—মেসি কি জানুয়ারিতে ফিরছেন? বার্সেলোনা হ্যান্সি ফ্লিক অবশ্য প্রশ্নটা শুনে হেসেই ফেললেন।

সাংবাদিক সম্মেলনে মেসি প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘গত দশ বছরের সেরা ফুটবলার মেসি, যদি না আরও বেশি হয়। তার খেলা আমি সবসময় উপভোগ করেছি, অবিশ্বাস্য এক প্রতিভা।’

এরপরই আসে সেই রসিকতা—‘মেসির চুক্তি শেষ ২০২৮-এ, আর আমার ২০২৭-এ… ওকে ট্রেনিং করানোর সিদ্ধান্ত আমার হাতে নেই।’

ফ্লিকের এই মন্তব্যে যেন বোঝাই যায়—মেসিকে ঘিরে যে উত্তেজনা চলছে, তা তিনি জানেন; কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা তার নয়।

ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি এমএলএস মৌসুমের ব্রেকের মাঝে ক্যাম্প ন্যুতে হাজির হন। এরপরই তিনি পোস্ট করেন,“একদিন ফিরতে চাই। শুধু বিদায় জানাতে নয়।”

এই কথাই বার্সা সমর্থকদের স্বপ্নে আগুন ধরিয়ে দিয়েছে। যেহেতু জানুয়ারিতে এমএলএস বন্ধ থাকে এবং বিশ্বকাপের প্রস্তুতিও সামনে, তাই একটি স্বল্পমেয়াদি লোন–এর সম্ভাবনা ঘুরে-ফিরে আলোচনায় এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow