মেসির ভারত সফর ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানালেন আয়োজক

সম্প্রতি ভারত সফর করেছেন ফুটবল তারা লিওনেল মেসি। এ সফরে তাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে তা জানিয়েছেন অনুষ্ঠানের মূল আয়োজক সতদ্রু দত্ত। জেরায় তিনি এছাড়াও আরও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।  রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  তদন্তকারী দলকে (এসআইটি) তিনি জানান, মাঠে উপস্থিত ভিড়ের আচরণে মেসি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন এবং নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।  এসআইটি সূত্রে জানা গেছে, মেসির বিদেশি নিরাপত্তা রক্ষীরা আগেই আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন, তিনি পেছন থেকে স্পর্শ বা জড়িয়ে ধরা পছন্দ করেন না। কিন্তু বারবার মাইকিং করা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। মাঠে মেসিকে যেভাবে ঘিরে ধরা ও আলিঙ্গন করা হয়, তা বিশ্বকাপজয়ী ফুটবলারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন দত্ত। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির একেবারে কাছাকাছি দেখা যায়। ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি মেসির কোমরে হাত রেখে ছবি তুলছেন। অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে তিনি আত্মীয় ও ঘনিষ্ঠদের মাঠে প্রবেশের সুযোগ করে দেন।

মেসির ভারত সফর ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানালেন আয়োজক

সম্প্রতি ভারত সফর করেছেন ফুটবল তারা লিওনেল মেসি। এ সফরে তাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে তা জানিয়েছেন অনুষ্ঠানের মূল আয়োজক সতদ্রু দত্ত। জেরায় তিনি এছাড়াও আরও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। 

রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তদন্তকারী দলকে (এসআইটি) তিনি জানান, মাঠে উপস্থিত ভিড়ের আচরণে মেসি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন এবং নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

এসআইটি সূত্রে জানা গেছে, মেসির বিদেশি নিরাপত্তা রক্ষীরা আগেই আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন, তিনি পেছন থেকে স্পর্শ বা জড়িয়ে ধরা পছন্দ করেন না। কিন্তু বারবার মাইকিং করা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। মাঠে মেসিকে যেভাবে ঘিরে ধরা ও আলিঙ্গন করা হয়, তা বিশ্বকাপজয়ী ফুটবলারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন দত্ত।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির একেবারে কাছাকাছি দেখা যায়। ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি মেসির কোমরে হাত রেখে ছবি তুলছেন। অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে তিনি আত্মীয় ও ঘনিষ্ঠদের মাঠে প্রবেশের সুযোগ করে দেন। 

তদন্তকারীরা জানিয়েছেন, কীভাবে এত বিপুল সংখ্যক মানুষ মাঠে ঢোকার অনুমতি পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দত্ত দাবি করেছেন, শুরুতে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু একজন ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি’ স্টেডিয়ামে পৌঁছনোর পর সেই সংখ্যা তিনগুণ করা হয়, যার ফলে পুরো কর্মসূচির নিরাপত্তা পরিকল্পনা ভেঙে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দত্তের দাবি, মেসির ভারত সফরের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় ৮৯ কোটি টাকা এবং কর হিসেবে ভারত সরকারকে দেওয়া হয় ১১ কোটি টাকা। মোট আয়োজনে খরচ প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে এবং আরও ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি থেকে।

এসআইটি জানিয়েছে, দত্তের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটিরও বেশি টাকা পাওয়া গেছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। দত্ত দাবি করেছেন, এই টাকা টিকিট বিক্রি ও স্পনসরশিপ থেকে পাওয়া আয়। তদন্তকারীরা সেই দাবি যাচাই করে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow