মেহেরপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগরে ১৯৯ বোতল উইনক্রিক্স (WINCEREX) নামের নতুন ধরনের মাদকসহ মিনারুল ইসলাম (৫২) নামের মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে। মেহেরপুর সিপিসি-৩, র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান ও ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক WINCEREX সিরাপসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগরে ১৯৯ বোতল উইনক্রিক্স (WINCEREX) নামের নতুন ধরনের মাদকসহ মিনারুল ইসলাম (৫২) নামের মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।

মেহেরপুর সিপিসি-৩, র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান ও ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক WINCEREX সিরাপসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow