মোংলায় ট্রেনে কাঁটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু
মোংলায় ট্রেনের নিচে কাঁটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোংলা-বেনাপোল কমিউটার ট্রেন মোংলা স্টেশনে যাবার সময় দিগরাজ বিদ্যার বাহন এলাকায় চলন্ত ট্রেনের নিচে ওই নারী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
মোংলায় ট্রেনের নিচে কাঁটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোংলা-বেনাপোল কমিউটার ট্রেন মোংলা স্টেশনে যাবার সময় দিগরাজ বিদ্যার বাহন এলাকায় চলন্ত ট্রেনের নিচে ওই নারী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
What's Your Reaction?