মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ১ বনদস্যু আটক
মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত মোশাররফের মালিকানাধীন একটি কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক রাসেল হাওলাদার(৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা এবং অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড। কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনে
মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
এ সময় অভিযুক্ত মোশাররফের মালিকানাধীন একটি কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক রাসেল হাওলাদার(৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা এবং অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?